কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি // চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্য অঞ্চলের মাছের খামার থেকে সদ্য প্রবাস ফেরত রিপন সরকার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন দোয়াটি গ্রামের সাধু বাড়ির সহদেব সরকারের পুত্র।
নিহতের ভাই তাপস সরকার দাবি করেন, পূর্ব পরিকল্পনায় আমার ভাই রিপনকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply