মদনগঞ্জে সামসুজ্জোর নেতৃত্বে গ্যাস চুরির মহোৎসব
-
প্রকাশিত :প্রকাশিত :
সোমবার, ১ আগস্ট, ২০২২
-
১৭২
0 বার সংবাদি দেখেছে
নিজস্ব সংবাদদাতা // এমনিতেই দেশে গ্যাস-বিদ্যুৎতের চরম সংকট অথচ এই সংকটের মধ্যেই নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজার এলাকায় চোরাই গ্যাস
সংযোগের হিড়িক পড়েছে। পার্শ্ববর্তী লক্ষারচর এলাকার কথিত গ্যাস
সামসুজ্জোহার নেতৃত্বে এসব গ্যাস চুরির মহোৎসব চলছে বলে স্থানীয়রা
জানিয়েছে। এদিকে চোরাই গ্যাস সংযোগ স্থাপনের খবর পেয়ে ৩০ জুলাই শনিবার
তিতাস গ্যাস কোম্পানীর মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় নমুনা
বাজার এলাকার বেশ কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ কেটে সীলগালা করলেও তিতাস
গ্যাস কোম্পানীর অভিযানিক টীম যাওয়ার পর পরই ওই এলাকার মৃত ফালান মিয়ার
ছেলে মোহাম্মদ আলী,মৃত জলিল মিয়ার ছেলে খোকন এবং মৃত তাজুল ইসলামের ছেলে
জুম্মনসহ একটি চক্র দিনে দুপুরে প্রকাশ্যে তিতাস গ্যাস অফিসের সীল খুলে
পূণরায় নতুন পাইপ যুক্ত করে সংযোগ স্থাপন করে নেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক
সচেতন বাসিন্দা সাংবাদিকদেরকে জানান,কথিত গ্যাস চোরের দীর্ঘ দিন ধওে অবৈধ
গ্যাস সংযোগ ব্যবহারের পর গ্যাস কর্তৃপক্ষ কেটে সীলগালা করে দেওয়ার পরও
সীলগালা খুলে সেখানে পূণরায় লাইন নেয়ার বিষয়টি সত্যিকার অর্থেই বেমানান।
তাদের মতো দুর্ধর্ষ গ্যাস চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদের
এ ধরনের অপকর্ম সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী
অনতিবিলম্বে গ্যাস চোরদের বিরুদ্ধে অতি দ্রæত কার্যকরি ব্যবস্থা গ্রহণের
দাবি জানিয়েছে। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেরে গ্যাস চোর পরিবারের
সদস্যদের চম্পট দিতে দেখা যায়।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply