1. faysal.rakib2020@gmail.com : admin :
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জ্বালানী তেলের মূল্য কমিয়ে আনা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় এসে যোগ দেয়। সমাবেশ শেষে ছাত্রদল সদর রোডে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

অপরদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ