ডেক্স রিপোর্ট // মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর কড়াল গ্রাসে ক্রমেই হারিয়ে যাচ্ছে সদর ইউনিয়নের সাদেকপুরের রুকুন্দি গ্রাম। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি হস্তান্তরের আগেই নদী গর্ভে বিলীন হয়ে যাবার উপক্রম হয়েছে। মাত্র ৫০ ফুট দূরত্বে ভাঙ্গন কবলিত নদীর অবস্থান। পানি উন্নয়ন বোর্ড থেকে ৩কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে জিও ব্যাগ ফেলার জন্য কিন্তু সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি। ভাঙ্গন কবলিত নদী থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সেই বালু জিও ব্যাগ ভরে নদীতে ফেলা হচ্ছে। এছাড়াও আছে কাজের ধীরগতি। মৌসুমি বায়ুর প্রভাবে ৩/৪ ফুট পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে পুকুর ডোবা ঘরবাড়ি,মসজিদসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি অপরদিকে নদী ভাঙ্গনের তীব্রতা ভাঙ্গন কবলিত এলাকার মানুষের অবস্থা এখন মরার উপর ক্ষরার মতো। এরই মধ্য বিলিন হয়ে গেছে অনেক ঘরবাড়ি, মসজিদ মাদ্রাস, পল্লী বিদ্যুতের খুঁটিসহ অনেক স্থাপনা। বিলীনের হাত থেকে রক্ষার্থে দ্রুত কার্যকরী পদক্ষেপ চায় ওই ইউনিয়নবাসী।
Leave a Reply