হঠাৎ প্রচণ্ড বাতাস-বৃষ্টি শুরু হওয়ায় অনেকে গন্তব্যে যেতে না পেরে সড়কেই আটকা পড়ে। মূল শহরে দেখা দেয় দীর্ঘ যানজট। তুফানে পড়ে বিপদে পড়তে হয়েছে নদীর খেয়া পারাপারের ট্রলার যাত্রীদের।
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের কৃষ্ণকাঠি এলাকায় চলন্ত অটোরিকশার উপর গাছ পড়ে চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রায় ৪০ মিনিটের বৃষ্টিতে মুহূর্তেই তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। বেগ পেতে হয়েছে ঘরের বাহিরে থাকা নারী ও শিশুদের। কেনাটাকায় বাজারে আসা অনেককেই আটকা থাকতে হয়েছে বন্ধ দোকানের ভেতর। কালো মেঘ ও বিদ্যুৎ না থাকায় শহরজুড়ে অন্ধকার নেমে আসে।
Leave a Reply