এখন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি এখন এবং সবসময় আলিয়া ভাটই থাকবো। কিন্তু এখন আমি কাপুর পরিবারেরও অংশ। আমাদের সন্তান আসতে চলেছে। আমি ভাট থাকতে চাই না। খুব দ্রুতই আমি নামের সঙ্গে কাপুর যুক্ত করবো। এটা আমি খুশি মনেই করবো’।
আলিয়া আরও বলেন, ‘কাপুর পরিবারের সদস্যরা সবসময় একসঙ্গে বেড়াতে যান। নাম শুনে কেউ যাতে মনে না করে, আমি কাপুর পরিবারের বাইরের মানুষ’।
‘ব্রহ্মাস্ত্র’র সেটে প্রেমে পড়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেই ছবি এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এ ছবিতে শিবা ও ইশা চরিত্রে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া।
Leave a Reply