1. faysal.rakib2020@gmail.com : admin :
আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না : সাকিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না : সাকিব

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। টুর্নামেন্টকে ঘিরে মিরপুর শের-ই-বাংলায় শেষ প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। টি-টোয়েন্টিতে নতুন করে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান এসময় কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

আসরে বাংলাদেশ নিজেদের গ্রুপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের আশা নিয়ে সাকিবকে প্রশ্ন করা হয়ে তিনি বলেন, ‘(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবতা বিবেচনায় আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি, বা আগের দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।’

সাকিবের মতে, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়াটাই বাংলাদেশের লক্ষ্য।

সাকিব আরও বলেন, ‌’আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

এই এশিয়া কাপ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি মঞ্চ হতে পারে। এনিয়ে সাকিব বলেন, ‘আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’-যোগ করেন সাকিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ