ডেক্স রিপোর্ট // পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা ও আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত।
জানা গেছে, সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে একসঙ্গে চারজন সহকর্মী গোসল করতে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় যান। পানিতে নামার কিছুক্ষণ পরে ঢেউয়ের তোরে তারা ভেসে যান।
কাছাকাছি থাকা ওয়াটার বাইক চালক লিটন বিষয়টি দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন সবুজ। পরে খবর পেয়ে তার সন্ধানে ফায়ারসার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, সৈকতে গোসলে নেমে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খবরে ট্যুরিস্ট পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে আসে। খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (২১ আগস্ট) ঢাকা থেকে আসা এক পর্যটক কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন। তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply