বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মরিচের দাম কমেছে।
রাজধানীর মুগদা কাঁচাবাজারের এক দোকানি বলেন, ‘গত সপ্তাহে আমরা ১৬০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করেছি। আজ সেটা ৭০-৮০ টাকা। দাম আরও কমবে। আমরা কম দামে কিনতে পারলে তো কম দামে দিতে সমস্যা নাই।’
বাজার করতে আসা এক ক্রেতা জানান, ‘গত কয়েক সপ্তাহ ধরে দাম বেশি থাকায় কাঁচা মরিচ কিনি নাই। শুকনা মরিচ দিয়েই চালিয়েছি। এখন কিছুটা দাম কমেছে। আজকে হাফ কেচি মরিচ ৪০ টাকা দিয়ে কিনলাম। অথচ কয়েক দিন আগে ৫০ টাকা দিয়েও এক পোয়া মরিচ পাওয়া যেত না।’
জানা গেছে, ভারত থেকে আমদানি হওয়ায় পর থেকে কমতে শুরু করেছে মরিচের দাম। তবে দেশে উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে সব জায়গায় কাঁচা মরিচের দাম কমেছে। দিনাজপুরের হিলি পাইকারি বাজারে দেশি কাঁচা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন বেড়েছে। কমে গেছে বাজারে মরিচের দাম। ৮০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কে
Leave a Reply