শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মিরাজ খান উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের মিলন খানের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে প্রতিদিনের মতো সকালে নসিমন নিয়ে বের হয় মিরাজ। সকাল সাড়ে ৮ টার দিকে মহিষকাটা বাজারের মোড় ঘোরার সময় সামনের দিক থেকে আসা বাইসাইকেল দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নিজের চালিত নসিমনটি উল্টে তার গায়ের উপরে পড়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধর করে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সেখানে মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ওয়ালিদ খান মুঠোফোনের ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, কোন ধরনের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply