এ.সি.ডি.অর্জুন // প্রায় ২বছর পূর্বে চুরি যাওয়া ৯ জনের ৯টি মোবাইল ফোন উদ্ধার করে ভোলা পুলিশ। একজন আর্মি সার্জন ও পুলিশ সদস্য সহ ভোলা সদরের বিভিন্ন এলাকার ৯ জন ব্যক্তি বিভিন্ন সময় মোবাইল চুরি হওয়ার তথ্য দিয়ে ভোলা সদর থানায় অভিযোগ করেন। ভোলা পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল গুলো উদ্ধার করে। সোমবার(৫সেপ্টেম্বর) দুপুর প্রায় ২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ব স্ব মালিকের কাছে মোবাইল গুলো হস্তান্তর করেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,”সাধারন মানুষের যানমালের নিরাপত্তা দেয়াই পুলিশের কর্তব্য। সেই কর্তব্য পালনের ক্ষেত্রে সবসময় এক ধাপ এগিয়ে থাকবে ভোলা পুলিশ। তার জ্বলন্ত উদাহরন হচ্ছে আজকের ৯জনের ৯টি মোকাইল উদ্ধার করে স্বস্ব মালিকদের হাতে পৌঁছে দেয়া”। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান,ওসি (ডিবি) এনায়েত হোসেন,ক্রাইম এন্ড অবস্ পরিদর্শক এসএম জিয়াউল হক,ডিবি পরিদর্শক আলম সাদ ও ডিবি এএসআই আরিফ এবং দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভোলা প্রতিনিধি সাংবাদিক এ.সি.ডি.অর্জুন,এশিয়ান টিভির প্রতিনিধি বিল্লাল হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক গণ। যাদের মোবাইল হস্তান্তর করা হলো তারা হলেন, রাকিব,নিরব,ইউছুপ,মোঃ ইউনুছ,হারুন,রনি,গিয়াস,রফিক ও রাকিব।
Leave a Reply