সোমবার বেলা ১১টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৪) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারের মনিহারি ব্যবসায়ী ও উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা মো. হেলালের ছেলে।
শিশুটির বাবা ব্যবসায়ী মো. হেলাল জানান, সকালে খাবার খেয়ে বাড়ির অন্যান্য শিশুর সঙ্গে খেলতে যায় আল-আমিন। পরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত বছরও খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। তখন ওই যাত্রায় বেঁচে গেলেও এবার আর বাঁচানো গেল না তাকে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিম জানান, পুকুরের পানিতে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
Leave a Reply