ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহী আওয়ামী লীগের ৪ জন প্রার্থী রয়েছেন আলোচনায়। দলীয় সূত্রে জানা গেছে, আগ্রহী ৪ প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরও এবার মনোনয়ন চাইবেন।
অপরদিকে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদ্য বিদায়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফায়জুর রব আজাদ রয়েছেন আগ্রহী প্রার্থীদের তালিকায়। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চাইবেন।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতারা তোড়জোর শুরু করলেও আগ্রহ নেই অন্য দলগুলোর। তাই তাদের মধ্যে কাউকে এখনও কোনো রকম নির্বচন কেন্দ্রিক কার্যক্রম হাতে নিতে দেখা যায়নি।
উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ৩২টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ২টি পৌরসভা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা প্রশাসক এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply