নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে। এই হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত এবং মো. সজিব আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা শেষে ফেরার পথে নৌকার সমর্থকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের তিন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মারজান বরিশালটাইমসকে বলেন, আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বরিশালটাইমসকে বলেন- এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply