1. faysal.rakib2020@gmail.com : admin :
রোমানিয়ায় যাওয়ার পথে ২০ বাংলাদেশি কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন

রোমানিয়ায় যাওয়ার পথে ২০ বাংলাদেশি কারাগারে

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে
প্রবাস ডেস্ক // অবৈধভাবে রোমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের সময় ৪০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সাতু মেরে বর্ডার পুলিশ। এ সময় অভিবাসীদের পাচারে সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে দুই লাটভিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।

রোমানিয়া বর্ডার পুলিশ গত ৪ সেপ্টেম্বর জানিয়েছে, রোমানিয়া থেকে অবৈধ পথে হাঙ্গেরি সীমান্ত দিয়ে দেশটিতে আসা ৪০ জন অভিবাসী ও তাদের সঙ্গে থাকা দুই গাইডকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন বাংলাদেশি ও ২০ জন সিয়ার নাগরিক ছিলেন। সীমান্ত পুলিশের আইপিজে সাতু মেরে শাখা এবং হাঙ্গেরি সীমান্ত পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিগেতু মারমাটিই টেরিটোরিয়াল ইন্সপেক্টরেটের দপ্তর জানিয়েছে, আটকৃতদের মূল গন্তব্য ছিল ইটালি। অভিবাসীদের সঙ্গে থাকা দুটি মিনিবাসও জব্দ করা হয়েছে। মিনিবাসের চালক হিসেবে ছিলেন দুজন লাটভিয়ান নাগরিক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে ৷ তারা অভিবাসীদের গাইড এবং পাচারে সহযোগী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করছে পুলিশ।

চলতি বছরের ৩ আগস্ট থেকে অবৈধ অভিবাসন প্রতিরোধ মোকাবিলায় একটি যৌথ দল গঠন করে রোমানিয়া। নতুন এই পরিকল্পনায় সাতু মেরে পুলিশের টেরিটোরিয়াল সার্ভিস ও কেরেই বর্ডার পুলিশ এবং বেরভেনির পুলিশের সঙ্গে সীমান্তবর্তী পেত্রেতি অঞ্চলের গ্রাম পুলিশ বিভাগকেও যুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৮ ও ১৪ আগস্ট স্থানীয় পিটিয়া সীমান্ত পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে ৫৪ বাংলাদেশিকে আটক করেছিল পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ