নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়ায় দ্রুতগামী দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- জুয়েল (২০), রাহুল (২২) ও ফারুক (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুটি মোটরসাইকেলযোগে চার তরুণ বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়েন তারা।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন। তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই তারা দুর্ঘটনার শিকার হন। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা