1. faysal.rakib2020@gmail.com : admin :
মাঝনদীতে ট্রলার যাত্রীদের মারধর করে ৬ লাখ টাকা লুট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

মাঝনদীতে ট্রলার যাত্রীদের মারধর করে ৬ লাখ টাকা লুট

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদীর বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা যাত্রীদের মারধর করে প্রায় ছয় লাখ টাকা লুট করেছে। ডাকাতদের মারধরে দুজন যাত্রী আহত হয়েছেন। তাদের ‍উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মহিউদ্দিন জানান, ফতুল্লার এপারের ঘাট থেকে খেয়া পারাপার করা একটি ট্রলার রাত সাড়ে ১২টার দিকে ২০-২২ জন যাত্রী নিয়ে ওপারের বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে একটি স্পিডবোটে ৭-৮ জন এসে গতিরোধ করে।

তারা রামদা ও পিস্তলের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। এরপর সবার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। দুজন যাত্রী টাকা দিতে না চাইলে তাদের এলোপাতাড়ি মারধর করে। পরে ডাকাতরা স্পিডবোটে চড়ে মুন্সীগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক দিপু বলেন, ‘নদীপথের কোনো ঘটনায় সাধারণত নৌপুলিশ ব্যবস্থা নিয়ে থাকে। তারপরও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ