লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার লালমোহনে একশত পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ
ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো; ওই এলাকার ফারুক ফরাজীর ছেলে মো. মনির হোসেন (৩০) ও পাঙ্গাশিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৬)। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের কারাগারে পাঠানো হবে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। হাসান।
Leave a Reply