1. faysal.rakib2020@gmail.com : admin :
পঙ্কজ নাথের সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

পঙ্কজ নাথের সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে রয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর পর থেকেই পঙ্কজ নাথের সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না এটি নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখা যাক, এই বিষয়ে সংবিধান কি বলছে?

বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্য পদ কেন বাতিল হয় তার আলোচনা করা হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তাঁর আসন শূন্য হবে। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে সে ক্ষেত্রে কী হবে, সংবিধানে তার উল্লেখ নেই।

তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে কিনা, সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানী ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।’

লেখক : বারেক কাওসার

পিএইচডি গবেষক, মস্ক ইউনির্ভাসিটি, রাসিয়া।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ