লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস,ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে ইমতিয়াজ আলী (২৫) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এ্যাড ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো: জিয়াউদ্দিন বলেন, সকাল ৮ টার সময় রাজশাহীগামী কমিউটার ট্রেন ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে উঠার চেষ্ঠা করলে পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে গিয়ে ট্রেনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এবিষয়ে ইশ্বরদী রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে স্টেশন মাস্টার জানান।
Leave a Reply