1. faysal.rakib2020@gmail.com : admin :
ছাত্রদল নেতার অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে

ডেস্ক রিপোর্ট // বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বির একটি অসামাজিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রদল নেতা শাপলাখালী গ্রামে এক যুবতীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন।

ভিডিওতে স্থানীয় এক যুকরে প্রশ্নের উত্তরে ওই ছাত্রদল নেতাকে বলেন ‘ওর সাথে রইছি, থাকছি, তাতে আপনার সমস্যা কি? ওকে আমি ৬ মাস পরে বিয়েও করবো।’

ওই ছাত্রদল নেতার ভিডিওটি এখন টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েক প্রভাবশালী মহল মেয়ের পরিবারটিকে রীতিমতো চাপের মুখে রাখছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওই ছাত্রদল নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মিজানুর রহমান বলছেন- এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ