1. faysal.rakib2020@gmail.com : admin :
বরিশালে নেশাগ্রস্ত হয়ে স্কুলছাত্রকে পেটালো মাদকসেবীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন

বরিশালে নেশাগ্রস্ত হয়ে স্কুলছাত্রকে পেটালো মাদকসেবীরা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় নেশাগ্রস্ত হয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদকসেবীদের বিরুদ্ধে।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার সাপানিয়া গ্রামের নীলখোলার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম সিফাত ইসলাম শান্ত, সে ওই এলাকার ঠিকাদার রিয়াজ হাওলাদারের ছেলে ও কাগাসুরা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শান্ত জানান, শনিবার বিকেলে শান্ত ও তার এক বন্ধু রাকিবকে নিয়ে নীল খোলার পর একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে যায়। টুর্নামেন্টের আলোচনা শেষে বাসায় আসার পথে নীল খোলার পাড় দোকানের পিছনে শান্ত প্রসাব করে। এ সময় তিন বখাটে হাসান, রাহুল ও মইনুদ্দিন মাদক সেবন করতে ছিল। পরে আসার সময় শান্তকে নেশাগ্রস্ত হয়ে এখানে আসার কারন জিজ্ঞাসাবাদ করে। শান্ত প্রসবের বিষয়টি বললে বখাটেরা অবিশ্বাস করে তার উপরে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে হাসান, রাহুল মইনুদ্দিন শান্তকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় শান্তর বন্ধু রাকিব ভয়ে পালিয়ে গিয়ে লোকজন খবর দেওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয় পরিবারের সহযোগীরা আহত শান্তকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় কাউনিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের-স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ