1. faysal.rakib2020@gmail.com : admin :
একসঙ্গে মা-ছেলের বিষপান: ছেলে বেঁচে থাকলেও না ফেরার দেশে মা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

একসঙ্গে মা-ছেলের বিষপান: ছেলে বেঁচে থাকলেও না ফেরার দেশে মা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরার পাটকেলঘাটায় ৯ বছরের ছেলেকে বিষপান করিয়ে মা নিজেও বিষপান করেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ছেলে আবির হোসেন বেঁচে থাকলেও মারা গেছেন মা প্রিয়া খাতুন (২৫)। ছেলে আবির এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া খাতুন মিঠাবাড়ি গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। তালা উপজেলার নগরঘাটা ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু জানান, পারিবারিক কলহের জের ধরে বিকেলে প্রিয়া খাতুন তার ছেলে আবিরকে পাউরুটির সাথে বিষপান করান। তারপর প্রিয়া নিজেও বিষপান করেন।

পরবর্তীতে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রিয়া খাতুনের মৃত্যু হয়। ছেলে আবির হোসেন চিকিৎসাধীন রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, প্রিয়া খাতুন তার ছেলেকে বিষপান করান। পরে নিজেও বিষপান করেন।

 

চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে, তবে শঙ্কামুক্ত নয়। পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ