1. faysal.rakib2020@gmail.com : admin :
ছাত্রলীগ কখনও পদ বাণিজ্য করে না, নিঃস্বার্থভাবে কাজ করে: আল নাহিয়ান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাফল্য অর্জন, বৃত্তি পেলেন ৪ শিক্ষার্থী দুজনকে অভিশাপ দিলেন মাহিয়া মাহি স্ত্রীর ২ লাখ টাকার মঙ্গলসূত্র খেয়ে ফেলল মহিষ বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী স্কুল-কলেজে যৌন হয়রানি, প্রাইভেট-কোচিংয়েই ‘সর্বনাশ’ বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে  ডেঙ্গু আতঙ্কে মোরেলগঞ্জে নিম্নমানের মশার কয়েলে সয়লাব স্বাস্থ্যঝুঁকিতে অসহায় মানুষ মোরেলগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সভা

ছাত্রলীগ কখনও পদ বাণিজ্য করে না, নিঃস্বার্থভাবে কাজ করে: আল নাহিয়ান

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ছাত্রলীগ কখনও পদ বাণিজ্য করে না দাবি করে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তারপরও শুনতে হচ্ছে, ছাত্রলীগ নাকি কমিটি বাণিজ্য করে।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ছাত্রলীগ।

আল নাহিয়ান খান জয় বলেন, ‘বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্র সংগঠন এখন পর্যন্ত তার গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি অর্জনে ভূমিকা রেখেছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগ গৌরবের জায়গায়, বাংলাদেশ ছাত্রলীগ প্রশংসার জায়গায়।’

তিনি আরও বলেন, ‘গুটিকয়েক নেতা আগেও ছাত্রলীগে ছিল, বর্তমানেও আছে, যারা এই সংগঠনকে বিতর্কিত করতে চায়। তাদের সেই ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সুযোগ ছাত্রলীগে হবে না। ছাত্রলীগ জাতির পিতার আদর্শ ধারণ করে যারা, তাদের মধ্য থেকেই নেতৃত্ব আনে।’

ছাত্রদলের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেণ জাতির পিতা। কিন্তু, অপরপক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত কোনও গঠণতন্ত্র তৈরি করতে পারেনি। যেই ছাত্র সংগঠনে কোনও ছাত্রত্বের বালাই নেই, যে সংগঠনে এখন পর্যন্ত অছাত্রদের নিয়ে নেতৃত্ব দেওয়া হয়, যে সংগঠনে বাবাদের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়, সে সংগঠনের কেউ যদি কোনও ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র ছাত্রলীগ মেনে নেবে না।’

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সম্পর্কে জয় বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে বহিরাগতদের শিক্ষা প্রতিষ্ঠানে এনে ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর চেষ্টা করছে ছাত্রদল। আজকে শিক্ষার্থীদের পাশে থেকে আমরা বলতে চাই, ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের দাবি দাওয়ায় কাজ করে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের গুণ্ডারা যদি গুণ্ডামি করতে আসে শিক্ষার্থীরা তাদের কোনোভাবেই মেনে নেবে না।’

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ