শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা ১০৮টি পদ্ম ও ১০৮ প্রদীপে মায়ের সন্ধ্যারতি হয়। অষ্টমীর সন্ধিক্ষণেই দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন। তাই এই সময়েই দেবী চামুণ্ডারূপে আবির্ভূতা হন।
এই দিন কুমারী পূজাও বেশ জনপ্রিয়। কথিত রয়েছে, কুমারীরূপেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। বয়স অনুযায়ী কুমারীদের বিভিন্ন নামেও অভিহিত করা হয়। এক বছরের কন্যা ‘সন্ধ্যা’, সাত বছরের ‘মালিনী’, বারো বছরের ‘ভৈরবী’ এবং ষোলো বছরের কন্যাকে ‘অম্বিকা’ নামে ডাকা হয়।
Leave a Reply