নিজস্ব প্রতিবেদক // বরিশাল মেট্টোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে। গত রবিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার সময় বন্দর থানার এসআই সামসুল ইসলাম ও এএস আই শওকতের নেতৃত্বে পুলিশের একটি টিম চরকাউয়া এলাকায় অভিযান চালায়।
এসময় চরকাউয়ার কয়লাঘাট নামক স্থান থেকে সোহেল নামে যুবককে তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করে।আটককৃত সোহেল বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের খালেদাবাদ কলোনির বাসিন্দা আঃ ছালামের ছেলে এবং কসাই বলুর জামাতা।
এ ঘটনায় বন্দর থানার এসআই শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে খালেদাবাদ কলোনী ঈদগাহ মাঠে স্থানীয় তরুণ ও যুবকরা মাদকবিরোধি আলোচনা সভার আয়োজন করে। অথচ ওই এলাকারই বাসিন্দা আঃ ছালাম এর ছেলে সোহেল ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
Leave a Reply