সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এই সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার আসাদুজ্জামান ও গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু আশরাফ। সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এর আগে বিশ্ব বসতি দিবসের একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
অপরদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
অনুষ্ঠানে সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply