1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ঘুমের ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

ঘুমের ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম ইসরাত জাহান (২১)। তিনি পটুয়াখালী সদর উপজেলার হুমায়ুন কবিরের মেয়ে। বর্তমানে মধ্যে বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই বোনের মধ্যে ইসরাত ছিল বড়। তার বাবা হুমায়ুন কবির একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

নিহতের বাবা বলেন, ‘আমার মেয়ে একটু রাগী ছিল। বিবিএ পড়াশোনা করছিল, সেশন জটের কারণে পরিক্ষা দেওয়া হয়নি তার। গতরাতে আমি কর্মস্থল থেকে এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে। তখনও বুঝতে পারেনি, ইসরাত ঘুমের ঔষধ সেবন করেছে। পরে রাতে তার মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হচ্ছিল। তখন বিষয়টি জানতে পেরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিন টায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়েছিল। একটু শাসন করতে গেলেই এমনটি করে বসে সে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, আজ সকালে মরদেহর সুরতহাল তৈরি করা হয়েছে। বর্তমানে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ