মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া ইউনিয়নে পূর্বষাট্রি যোর জামে মসজিদে শিশুদের মসজিদ মুখী করার উদ্দেশ্য চমৎকার উদ্যোগ গ্রহন করেছেন ইক্বরা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। ৪০ দিন সালাতুল ফজর নামাজ জামাতের সাথে আদায় করার পরে আজ শুক্রবার বাদ মাগরিব যোর জামে মসজিদ এলাকার ক্ষুদে নামাজীদেরকে জনপ্রতি ২০০০ হাজার টাকা করে মোট ২০ জনকে ৪০ হাজার টাকার এই পুরস্কার প্রদান করেন ব্যারিষ্টার সৈয়দ ইমরান হোসাইন।
এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক সবখানে, শিশুদের কোলাহলে মুখরিত হোক মেহেন্দিগঞ্জের প্রতিটা মসজিদ।
Leave a Reply