1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
প্রথম বলেই শান্ত আউট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা সড়ক দুর্ঘটনা/ পটুয়াখালীতে একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন সাইবার অপরাধ: ব্যক্তিগত তথ্য ফাঁসে বেশি ভুগছে নারী নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শন করলেন এসপি মেহেদী হাসান সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন মির্জা ফখরুল শনিবার থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয় লালপুরে ঢাকাগামি বাসে তল্লাশি ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার  নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ নড়াইলে নাহিদ ইজাহার খান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান

প্রথম বলেই শান্ত আউট

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হোসেন শান্তর ব্যাটে ধারাবাহিকতা যেন সোনার হরিণ। কিছুতেই নিজেকে মেলে ধরতে পারছেন না বাঁহাতি এই ব্যাটার। আজ রোববার ভারতের বিপক্ষে মোটে ১৮৭ রান তাড়া করতে নেমেও দেখেশুনে খেলতে পারলেন না তিনি।

দীপক চাহারের করা ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরলেন স্লিপে সহজ ক্যাচ দিয়ে। ১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। এনামুল হক বিজয় ৫ আর অধিনায়ক লিটন দাস শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে সাকিব আল হাসান আর এবাদত হোসেনের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ৪১.২ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম ইকবালের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া অধিনায়ক লিটন দাস। মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং উদ্বোধন করান তিনি। কাটার মাস্টার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। ফলে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পায় বাংলাদেশ।

ভারতের প্রথম উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ভারতীয় এই বাঁহাতি ওপেনার করেছেন ১৭ বলে ৭ রান। দলীয় ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট। এই ওভারটা মেডেন দেন মিরাজ। ধাওয়ান আউট হলেও পাওয়ারপ্লে নিরাপদে পার করেন রোহিত শর্মা। ১০ ওভারে ভারত করে ১ উইকেটে ৪৮ রান।

তবে ১১তম ওভারে ভারত খায় জোড়া ধাক্কা। এই জোড়া ধাক্কা দেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন রোহিত শর্মার উইকেট। অসাধারণ এক আর্ম বলে বোল্ড করেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক করেন ৩১ বলে ২৭ রান। ওই ওভারের চতুর্থ বলে পেলেন বিরাট কোহলির উইকেট। যেখানে পুরো কৃতিত্ব লিটন দাসের। কাভারে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৯ রান করেন কোহলি। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ