1. faysal.rakib2020@gmail.com : admin :
বিয়ের জন্য ইন্দোনেশিয়ার সেই তরুণী ফের পটুয়াখালী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাফল্য অর্জন, বৃত্তি পেলেন ৪ শিক্ষার্থী দুজনকে অভিশাপ দিলেন মাহিয়া মাহি স্ত্রীর ২ লাখ টাকার মঙ্গলসূত্র খেয়ে ফেলল মহিষ বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী স্কুল-কলেজে যৌন হয়রানি, প্রাইভেট-কোচিংয়েই ‘সর্বনাশ’ বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে  ডেঙ্গু আতঙ্কে মোরেলগঞ্জে নিম্নমানের মশার কয়েলে সয়লাব স্বাস্থ্যঝুঁকিতে অসহায় মানুষ মোরেলগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সভা

বিয়ের জন্য ইন্দোনেশিয়ার সেই তরুণী ফের পটুয়াখালী

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ২০১৭ সালে প্রেমের টানে পটুয়াখালীর বাউফলের যুবক মো.ইমরান হোসেনকে বিয়ের জন্য বাংলাদেশের এসেছিলেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিদা। তবে ইমরানের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় ওই সময় ফিরে যেতে হয় তাকে। দীর্ঘ পাঁচ বছর পর গত সোমবার রাতে হযরত শাহজালাল বিমান বন্দরে নেমে আজ বুধবার সকালে ইমরানের গ্রামের বাড়ি এসেছেন ওই তরুণী।

অবেশেষে বিয়ের পিড়িতে বসেছেন তারা। আজ বুধবার সকালে উকিলের মাধ্যমে তারা এফিডেবিটের মাধ্যমে বিয়ের আনুষ্ঠিকতা শেষ করেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের তুনের গ্রামের বাড়ি আত্মীয় স্বজনদের মেজবানের আয়োজন করেছেন।

ইমরানের বর্তমান বয়স ২৩ ও নিকি উল ফিদার বয়স ২০ বছর। নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম শ্রীআনি। মো. ইমরান হোসেন উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আছেন।

ইমরানের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে নিকি উল ফিয়ার সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে দুইজনের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে।  একপর্যায়ে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। পরে নিকি উল ফিয়া ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ইমরানের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বরে বাংলাদেশে আসেন সেই তরুণী। সেখান থেকে ইমরান নিকি উল ফিয়াকে বাউফলের নিজ বাড়িতে নিয়ে আসেন।

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৭ সালে ইমরানের বয়স ছিল ১৮ বছর। ২১ বছর না হওয়ায় বিয়েতে আইনি জটিলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যায় নিকি উল ফিয়া। তবে যাওয়ার সময় আমাদের বলেছিলেন ইমরানের বয়স না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আজ অপেক্ষার দিন শেষ হয়েছে।’

ইমরান বলেন, ‘নিকির সঙ্গে আমার যোগাযোগটা অব্যাহত ছিল। ধীরে ধীরে আমরা একে অরপরের প্রতি আরো দায়িত্বশীল হয়েছি। সেই অপেক্ষা রুপ নিয়েছে শুভ পরিণয়ে। ভাবতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ