খবর বিজ্ঞপ্তি।।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এসএম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বুধবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি এস.এম রাকিবুল হাসান ফয়সাল ও সাধারণ সম্পাদক সৈয়দ বাবুসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের দপ্তর সম্পাদক এইচ.এম সোহেল স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।