1. faysal.rakib2020@gmail.com : admin :
আশুলিয়ার অধিকাংশ কারখানায় ছুটি, বিভিন্ন পয়েন্টে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

আশুলিয়ার অধিকাংশ কারখানায় ছুটি, বিভিন্ন পয়েন্টে পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // টানা শ্রমিক বিক্ষোভের জেরে ঢাকার আশুলিয়ায় জামগড়া ও জিরাবো এলাকার অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর) সকালে ওই কারখানাগুলোর শ্রমিকরা কর্মস্থলে যোগ দিতে এসে নোটিশ পেয়ে বাড়ি ফিরে যান।

নোটিশে উল্লেখ আছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ প্রতিষ্ঠানের সব বিভাগ বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথারীতি চালু থাকবে সব বিভাগ।

আশুলিয়ার অধিকাংশ কারখানায় ছুটি, বিভিন্ন পয়েন্টে পুলিশ তবে আশুলিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রস্তুত রাখা হয় জলকামানসহ পুলিশের এপিসি যান।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ আছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পার্শ্ববর্তী কিছু কারখানা বন্ধ আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ