1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
হ্যাজলউড-স্টার্কের তোপে কাঁপছে দক্ষিণ আফ্রিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের খড়ের গাদা, অল্পের জন্য রক্ষা পায় গোয়াল ঘর আর বসতঘর! জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পারাপার, ১০ বছরে ৩০ জনের মৃত্যু হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ২৫ সাংবাদিক  কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি নির্বাচন কখন, যা বললেন প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, আশা ফখরুলের গণঅভ্যুত্থানে সব শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে: প্রধান উপদেষ্টা ছয় বিশিষ্ট নাগরিককের নেতৃত্বে সংস্কার কমিশন গঠনের ঘোষণা প্রধান উপদেষ্টার বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন লালপুরে ফেনসিডিলসহ দুইভাই আটক

হ্যাজলউড-স্টার্কের তোপে কাঁপছে দক্ষিণ আফ্রিকা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // চলমান বিশ্বকাপে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা যেন এক আতঙ্কের নাম। ৯ ম্যাচের মধ্যে ৫টিতে প্রথমে ব্যাট করে চারটিতেই সাড়ে তিনশ রানের বেশি করেছে প্রোটিয়ারা। তবে সেমিফাইনালে এসে যেন খেই হারিয়ে ফেলেছে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রান তুলতেই হারিয়ে বসেছে ৪ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেটে ২৮ রান নিয়ে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব‍্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১ রানের মাথায় আসরজুড়ে অফফর্মে থাকা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা মিচেল স্টার্কের আঘাতে বিদায় নেন। ৮ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে প্যাট কামিন্সের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন আরেক ওপেনার কুইন্টন ডি ককও। অথচ তখন হয়ে গেছে ৩৪ বল। পাওয়ার প্লের ১০ ওভারে আসে মাত্র ১৮ রান।

পাওয়ার প্লে শেষ হতে না হতেই আবারও উইকেট হারায় প্রোটিয়ারা। ১১তম ওভারের পঞ্চম বলে সেই স্টার্কের বলেই ফেরেন এইডেন মার্করাম। এরপর জুটি বাঁধেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিখ ক্লাসেন। তবে পরের ওভারেই আবার হ্যাজলউডের বলে ফেরেন ডুসেন।

এদিকে, ম্যাচটি ঘিরে আছে বৃষ্টির শঙ্কাও। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। সাগরে নিম্নচাপের প্রভাবে দিনের পরের অংশে বৃষ্টির সম্ভাবনা আছে। নকআউট পর্বের ম্যাচগুলোর জন্য অবশ্য রিজার্ভ ডে রয়েছে। তাই প্রথম দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে, পরের দিন থাকছে ফল আনার সুযোগ।

বিশ্বকাপে এই পর্যন্ত সাতবার ফাইনাল খেলেছে অজিরা, অন্যদিকে প্রোটিয়ারা এখনো পৌঁছাতে পারেনি ফাইনালে। তাই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ সাতকে আট করে নেওয়া আর দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ, ফাইনালে উঠে ‘চোকার্স’ অপবাদ ঘোচানো।

যদিও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে কখনো ছেড়ে কথা বলেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সাত ম্যাচে সমান তিনটি করে জয় দুই দলের। একটি ১৯৯৯ বিশ্বকাপে এজবাস্টনের সেই ‘টাই’। তবে প্রসঙ্গ যখন নকআউট, তখন পরিসংখ্যান অস্ট্রেলিয়ার পক্ষেই। ১৯৯৯ ও ২০০৭ সেমিফাইনালে প্রোটিয়ারা হারে অজিদের কাছে। দুইবারই শিরোপা বগলদাবা করে অস্ট্রেলিয়া।

তবে, সবমিলিয়ে খেলা ওয়ানডেতে আবার এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ৫৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৫০টিতে। সর্বশেষ ১৮ দেখায়ও দক্ষিণ আফ্রিকা অনেক এগিয়ে। ১৫ ম্যাচেই অজিদের হারিয়েছে প্রোটিয়ারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ