1. faysal.rakib2020@gmail.com : admin :
৩ উইকেট হারিয়ে চাপে ভারত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

ক্রীড়া ডেস্ক // শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সপ্তম ওভারেই দলীয় পঞ্চাশ ছাড়ায় ভারতের। গ্লেন ম্যাক্সওয়েলের আগের দুই বলে ছক্কা ও চার মারেন রোহিত শার্মা। টানা তৃতীয় বলে বাউন্ডারির খোঁজে নিজের উইকেট দিয়ে এলেন ভারতীয় অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

ফাইনালে স্নায়ুচাপ ধরে রাখতে পারলেন না শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে যেভাবে চেয়েছিলেন, সেভাবে খেলতে পারেননি।

পুল করতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েছেন। ৭ বলে স্রেফ ৪ রান করেছেন ভারতীয় এই ওপেনার। তিনে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ