1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সুদানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত, ৩৩ বেসামরিক নাগরিক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত, ৩৩ বেসামরিক নাগরিক নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলাসহ প্রতিদ্বন্দ্বী সুদানী বাহিনীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবীরা শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এ তথ্য দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে।

আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ খার্তুমের সোবা জেলায় বিমান থেকে করা বোমা হামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। আইনজীবী গোষ্ঠী জানান, দক্ষিণ খার্তুমে আর্টিলারি হামলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। প্রতিরোধ কমিটি নামে পরিচিত একটি স্থানীয় গোষ্ঠী একই মৃত্যুর খবর দিয়ে বলছে, ‘আবাসিক এলাকায় এবং স্থানীয় বাজারে কামানের গোলাগুলিতে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে’।

সুদানে গত বছরের ১৫ এপ্রিল থেকে সামরিক বাহিনীর (এসএএফ) সঙ্গে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত চলে আসছে। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন আধাসামরিক বাহিনীর প্রধান ও সাবেক ডেপুটি সেনাপ্রধান মোহাম্মদ হামদান দাগলো। পরে নিজ বাহিনী নিয়ে সেনাবাহিনীর ওপর আক্রমণ চালান তিনি। তখন থেকে সাম্প্রতিকতম এ লড়াইয়ের শুরু।

জানা গেছে, একাধিকবার সেনাপ্রধান ও আধাসামরিক বাহিনীর প্রধানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মেনে চলেনি। সশস্ত্র সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্পের পরিসংখ্যান অনুসারে, এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ১৯০ জন প্রাণ হারিয়েছে। জাতিসংঘের হিসেব মতে দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ৭ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ