উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে তিনদিনব্যাপী পিঠা উৎসব শুরু
উদ্বোধন করেন ডিসি ও এসপি। নড়াইলে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার বিকালে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী শারমিন চৌধুরী। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মৌসুমী রানী মজুমদার, বীরমুক্তি যোদ্ধা সাইফুর রহমান হিলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ শেখ প্রমূখ।
নড়াইলসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উৎসবে বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রকারের পিঠার স্টল দিয়েছেন। শত শত পিঠা প্রেমীরা পিঠা খেয়ে উৎসবকে মধুময় করে তুলেছেন।