কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গতকাল বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে ফেসবুকে দেয়া এক পোস্টে ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার কথা জানান তিনি।
ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই পোস্ট চমক লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে? কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কি না জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা বললেন শাকিব খান
এর আগে মঙ্গলবার ছোটপর্দার অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও তিনি কোটার সংস্কার চান। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কোটা সংস্কার করতে সরকারকে অনুরোধও জানান এই তারকা।
এছাড়া জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বুধবার কোটা সংস্কারের পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেন ফেসবুক এবং সংবাদমাধ্যমে। তারও আগে কোটা সংস্কার চেয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা চিত্রনায়ক সোহেল রানা। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে পক্ষে কথা বলছেন ঢাকা ও কলকাতার অনেক শিল্পীরা।
সম্পাদক : মো: রাকিবুল হাছান ।