প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই ভূমিধসে আহত হয়েছে অন্তত ২০০ জন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, ১৯৫ জনের লাশ এবং ১১৩টি শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। এখনো তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েক দিন ধরেই ভারি বর্ষণ হচ্ছে কেরালার ওয়েনাড়েতে। মঙ্গলবার ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা অন্তত চারটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানকার বাড়িঘর, বাগান, দোকান সব হাজারো টন পাথর ও কাদার স্তূপের নিচে চাপা পড়েছে।
পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ভূমিধসে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা ও নুলপুঝা গ্রামের হতাহতের সংখ্যা বেশি। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।