1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
৩১ আগস্টের মধ্যেই প্রত্যাহার হচ্ছে সব হয়রানিমূলক মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

৩১ আগস্টের মধ্যেই প্রত্যাহার হচ্ছে সব হয়রানিমূলক মামলা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার করা হবে। সারাদেশের সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার হবে।’

ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা তাদের প্রতিবেদনে গায়েবি মামলার প্রমাণ করে দিলেও দুর্ভাগ্যবশত আমাদের বিচার বিভাগের চোখে তা পড়েনি। কেন পড়ত না, আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন তা জানার। অবশ্যই গায়েবিসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যত মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করে নেব। পরের পদক্ষেপেই আমরা দেখব।’

এ ছাড়া ইতিমধ্যে সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। তিনিসহ ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে করা মামলাও বৃহস্পতিবার প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ