নরেন্দ্র মোদি বলেন, তিনি আশা করছেন খুব শিগগির বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমি বুঝি যে আমাদের নাগরিকরা উদ্বিগ্ন। আশা করছি শিগগিরই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
নরেন্দ্র মোদি আরও বলেন, আমরা শান্তি নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমরা শুভাকাঙ্খী থাকবো কারণ আমরা মানবজাতির কল্যাণে বিশ্বাসী।
গত ৫ আগস্ট প্রবল জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।