এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোঃ শফিকুল ইসলাম রানা’র উদ্যোগে গতকাল দুপুরে বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার নব্বই রশি বাসস্ট্যান্ড (বালুর রাস্তার) এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম রানাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ। এসময় ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ বলেন, আমরা সৌন্দর্যের জন্য যে হারে গাছ কেটে ফেলেছি এর প্রভাব কিন্তু সবাই অনুমান করতে পেরেছেন। তাই আমি অনুরোধ করব সকলেই অন্তত বছরে একটি করে গাছ লাগান। গাছ শুধু পরিবেশই বাঁচায় না গাছ আমাদের অক্সিজেন দেয়। তাছাড়া গাছ থাকলে বিভিন্ন রকম দুর্যোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী মোঃ শফিকুল ইসলাম বলেন,এই গাছ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে লাগানো হয়েছে সকলে এর যথাযথ খেয়াল এবং পরিচর্যা করবেন এবং যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন।
গাছ লাগানো কর্মসূচি শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ছাত্রদের স্মরণে দোয়া করা হয়।