1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বাবা হলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলির কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় সদ্যোজাত সন্তানের ছবি দিয়ে জাস্টিন বিবার অনুরাগীদের জানালেন এই সুখবর। জাস্টিন লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’

২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন।

এর আগে ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, ‘তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ