নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক’সহ
৮ পদে রদবদল হয়েছে। কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই রদবদল হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ২৪ ফেব্রুয়ারী গঠিত হয় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি। মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও মানিক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। তবে পরিবর্তীত পরিস্থিতির কারনে বেশ অনেকদিন যাবত সাধারণ সম্পাদকসহ কমিটির ৮ জন সদস্য ইউনিয়ন অফিসমুখি হচ্ছেননা। এমনকি ইউনিয়নের কোন কার্যক্রমেও অংশগ্রহন করছেন না। তাই গত ২৫ আগষ্ট ইউনিয়নের রূপাতলি বাস টার্মিনাল ভবন অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নে অনুপস্থিত থাকা সদস্যদের বিপরীতে নতুন সদস্য নেয়ার সিদ্ধান্ত হয়। যা রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করা হয়। ওই নতুন আট জন হলেন, নির্বাহী সভাপতি মোঃ মাসুদ মোল্লা, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির হাওলাদার ও মোঃ কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, লাইন সম্পাদক মোঃ জামাল সিকদার ও মোঃ মিজানুর রহমান খান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহামুদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ রানা, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াল শেখ, কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সমাজকল্যান সম্পাদক মোঃ সুরুজ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুন অর রশিদ ও কার্য্যনির্বাহী সম্পাদক মোঃ সোহাগ মৃধা। ইউনিয়নের সভাপতি মোঃ নাসির উদ্দিন জানান, মাত্র ৬ মাস আগে এ কমিটি গঠন করা হলেও সম্প্রতি দেশের উদ্ভুত পরিস্থিতির কারনে নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট জন আর ইউনিয়নমুখি হচ্ছেন না। তাই ইউনিয়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে অনুপস্থিত থাকা গুরুত্বপূর্ণ ৮ টি পদে নতুন নেতৃত্ব নেয়া হয়েছে। নতুন সদস্যদের কোয়াব করার পর এই কমিটি ইতোমধ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে জমা দেয়া হয়েছে। উল্লেখ্য যে রূপতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীনকে গত ১২/০৮/২০২৪ তারিখে জিম্মি করে অবৈধ কাগজপত্র তৈরি করে সাধারণ সম্পাদক দাবি করে আসছিলো কালাম’ ওরফে নাতী কালাম।