1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ৪ হাজার বস্তা চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হিজলার কাইছমার খেয়াঘাট সংলগ্ন মেঘনায় ডুবোচরে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্যের সত্যতা বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

বলগেটের মাস্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

মাস্টার আবুল হাশেম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে পুনরায় যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেঘনার কাইছমার ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়।

নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বাড়লে সেটি পুরোপুরি তলিয়ে যায়। ভাটায় জেগে ওঠলে কার্গোটি উদ্ধার করা হবে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ