1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশও, জেলে পল্লীতে হাহাকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা সড়ক দুর্ঘটনা/ পটুয়াখালীতে একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন সাইবার অপরাধ: ব্যক্তিগত তথ্য ফাঁসে বেশি ভুগছে নারী নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শন করলেন এসপি মেহেদী হাসান সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন মির্জা ফখরুল শনিবার থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয় লালপুরে ঢাকাগামি বাসে তল্লাশি ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার  নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ নড়াইলে নাহিদ ইজাহার খান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশও, জেলে পল্লীতে হাহাকার

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // একদিকে বেড়েছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এ কারণে ধার-দেনায় সংসার চালাতে হচ্ছে ভোলার লালমোহন উপজেলার জেলেদের।

যার ফলে চরম হতাশা দেখা দিয়েছে উপজেলার জেলে পল্লীগুলোতে। এ যেন জেলেদের নিরব কান্না। উপজেলা মৎস্য অফিসের হিসাবমতে- লালমোহনে মোট নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ২৩১৭৮ জন। তবে এর প্রকৃত সংখ্যা আরো বেশি।

উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকার জেলে শহিজল হক বলেন, নদীতে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সাগরে কিছু ইলিশ থাকলেও তেলের দাম বৃদ্ধির কারণে-সাগরে গিয়ে যে ইলিশ পাওয়া যায়-তাতে প্রতিবার ফিরে দেখা যায় লাভের চাইতে লোসকানের পরিমাণই বেশি।

কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় রয়েছি। চারটি এনজিওতে ঋণ রয়েছে। মাস শেষে ঠিকমতো এনজিওর কিস্তি দিতে পারছি না।

বাত্তিরখাল এলাকার একটি মাছধরা ট্রলারের মাঝি মো: শাহেআলম বলেন, নদী বা সাগরে মাছ শিকারের উদ্দেশে সাত দিনের জন্য একটি ট্রলারে অন্তত ১৫-১৬ জন জেলে বের হন।

এই সাতদিনের জন্য ট্রলারে খরচের পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। তবে মাছ শিকার শেষে তীরে ফিরে দেখা যায় ৫০ হাজার টাকার মাছও পাওয়া যায়নি। এজন্য জেলেরা এখন নদীতে যেতে চাচ্ছেন না।

উপজেলার তেঁতুলিয়া নদীর জেলে মো: ওয়াসিম জানান, বর্তমানে তেঁতুলিয়া নদীতে মাছ নেই বললেই চলে। তার ওপরে যে হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে- তাতে নদী থেকে ফিরে দেখা যায় লাভের চাইতে লোসকান বেশি।

এ অবস্থায় জেলে পেশায় এখন টিকে থাকাই দায় হয়ে পড়েছে। মনে হচ্ছে ঋণের দায়ে গ্রাম ছেড়ে পালাতে হবে। তাই আমাদের দাবি জেলেদের জন্য সরকারি যে বরাদ্দ রয়েছে, তা যেন আরো বৃদ্ধি করা হয় এবং সুদবিহীন সরকারিভাবে যেন ঋণের ব্যবস্থা করা হয়।

উপজেলার নাজিরপুর মাছ ঘাটের আড়ৎদার মো: মনির হাওলাদার জানান, নদীতে মাছ কম থাকার কারণে জেলেরা আমাদের থেকে যে টাকা নিয়েছে তাও ঠিকমত শোধ করতে পারছেন না।

এতে করে যেমন জেলেদের সমস্যা হচ্ছে, তেমনি আমাদেরও পরিবারের সদস্যদের নিয়ে চলতে সমস্যা হচ্ছে। রীতিমতো সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

নদীতে মাছ কম পাওয়ার বিষয়ে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: তানভির আহমেদ বলেন, নদীর মোহনা অঞ্চলে পলি জমার কারণে নদীতে গভীরতা কমে গেছে।

যার জন্য নদীতে স্রোতও কমেছে। ফলে বর্তমানে যে পরিমাণ মাছ নদীতে আসার কথা তা আসতে পারছে না। এজন্যই নদীতে মাছ স্বল্পতা দেখা দিয়েছে। নদীর এসব স্থান যদি ড্রেজিং করা হয়, তাহলেই নদীতে আগের মতো মাছ পাওয়া যাবে।

মেরিন ফিশারিজের এ কর্মকর্তা আরো বলেন, তবুও আশা করছি সেপ্টেম্বরের প্রথম দিক থেকে নদীতে ইলিশের সংখ্যা বাড়বে। তখন হয়তো জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ