1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
পবিত্র শবে মেরাজ শনিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

পবিত্র শবে মেরাজ শনিবার

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ 0 বার সংবাদি দেখেছে

পবিত্র শবে মেরাজ পালিত হবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে। ইস’লামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শবে মেরাজ মু’সলমানদের কাছে বিশেষ ম’র্যাদার। ধ’র্মপ্রা’ণ মু’সলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কা’টান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মু’সলমানদের ধ’র্ম বিশ্বা’স অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্ম’দ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মা’র্চ।

লাইলাতুল মেরাজ মু’সলমানদের কাছে বিশেষ ম’র্যাদার। ধ’র্মপ্রা’ণ মু’সলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কা’টান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো—এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি মাস।

আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ