1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ইসলামই জীবনে শান্তি এনে দিয়েছে, জানালেন এ আর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ইসলামই জীবনে শান্তি এনে দিয়েছে, জানালেন এ আর রহমান

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সনাতন ধর্ম বদলে মুসলিম হয়েছেন অনেক আগেই। কীভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে এলেন তা জানিয়েছেন তিনি। এক আলোচনা সভায় রহমান জানিয়েছেন, ইসলাম তার জীবনে শান্তি এনে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি গ্লেন গুল্ড ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন এ আর রহমান। সেখানে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল বিশেষ কিছু, সব যেন ঠিক চলছে। মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই গ্রহণ হতে থাকল।’

তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে— এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। উত্তরে তিনি বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে নিজের ভেতর নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র এবং আমরা এর পক্ষে।’

জন্মের পর রহমানের নাম রাখা হয়েছিল দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর পর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার কয়েক বছর পর মুক্তি পায় ‘রোজা’ ছবি, যার সংগীত পরিচালনা করেন এ আর রহমান। এ ছবির গানগুলোর জন্য সারা বিশ্বে নাম ছড়িয়ে পগে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ