1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
আগামীকাল থেকে ‘সূর্যকন্যা’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১২ মে ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

আগামীকাল থেকে ‘সূর্যকন্যা’

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ৩৫ বছর বয়সী সুন্দরী, দৃঢ়চেতা, স্কুল শিক্ষিকা গুনেশ তার তিন মেয়েকে নিয়ে ইযমিরে থাকে। কোনো এক অজানা কারণে তার স্বামী তাকে ছেড়ে গেছে। ১৭ বছর বয়সী দুই যমজ মেয়ে নাযলি ও সেলিন আর সবার ছোট পেরিকে নিয়ে তার সাজানো সুখের সংসার। সুখের সংসারে তখনই চিড় ধরে যখন তাদের জীবনে ইস্তাম্বুলের প্রভাবশালী ব্যবসায়ী হালুক মের্তওলুর আবির্ভাব ঘটে। হালুকের সঙ্গে গুনেশের অল্পদিনের পরিচয়, পরিণয় থেকে বিয়েতে রূপ নেয়।

গুনেশ তার তিন মেয়েকে নিয়ে চলে আসে ইস্তাম্বুলে, মের্তওলু পরিবারের অনাকাঙ্খিত অতিথি হয়ে। হালুকের বড় বোন রানা আর আগের ঘরের ছেলে আলি। শুরুতেই তাদের আচরণে বুঝিয়ে দেয় তাদের মাঝের এই দূরত্ব ঘুঁচবার নয়। এমনই এক গল্প নিয়ে এগিয়েছে তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’।

 

বাংলায় ডাবিংকৃত নতুন এই ধারাবাহিকটি আগামীকাল মঙ্গলবার থেকে প্রচার হবে দীপ্ত টিভিতে। ধারাবাহিকটির অনুবাদক, সংলাপ, রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন- গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাযলি (তানিয়া পাটোয়ারী), সেলিন (নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর), আলি (শোভন দাস) ও অন্যান্য।

দীপ্ত’র পক্ষ থেকে জানানো হয়, তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’ প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৯টায়। এর ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা মিতু ও প্রযোজনা করেছেন রোমানা হোসেন। ডাবিংকৃত এই ধারাবাহিকটি দীপ্ত টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ও তাদের ফেসবুকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ