1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
‘থাই নাড়ু’ সিনেমার নকল ‘জওয়ান’! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ মে ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

‘থাই নাড়ু’ সিনেমার নকল ‘জওয়ান’!

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // সব রেকর্ড নিজের করে নেওয়ার জন্য দুরন্ত গতিতে ছুটে চলছে ‘জাওয়ান’। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক-সমালোচক।
 

এর মাঝে সামাজিকমাধ্যমে একাংশের দাবি, তামিল সিনেমার নকল করে ‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার।

সামাজিকমাধ্যমে এক ব্যক্তি অভিযোগ, ১৯৮৯ সালের তামিল সিনেমা ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে বানানো হয়েছে ‘জওয়ান’। সেখানেও সত্যরাজ শাহরুখের মতো বাবা-ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সে ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯। ’

যারা ‘থাই নাড়ু’ দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে সিনেমা দুটিতে সত্যিই মিল আছে অনেক। আবার কেউ কেউ বলছেন ‘জওয়ান’ সিনেমায় দক্ষিণের সেই ছাপ থাকলেও গল্পটি মৌলিক।

এদিকে, অ্যাটলির নামে এর আগেও উঠেছে চুরির অভিযোগ। তার ২০১৯ সালের সিনেমা ‘বিগলি’র মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময় তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার’র নকল করে ‘বিগলি’ বানিয়েছেন অ্যাটলি। অ্যাটলির ২০১৬ সালের সিনেমা ‘থেরি’ও নকল করে বানানো হয়েছিল বলে অভিযোগ ছিল তখন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ